Posts

আমার মিষ্টি রাধা - দুই বন্ধুর জীবন কাহিনী - A Diary of a Boy

আজ আমি একটা মিষ্টি গল্প লিখতে চলেছি। দুই বন্ধুর গল্প।  একটা হলো সরল সাদা সিধা ছেলে, যার জীবন এ গত এক দের বছর ধরে ঝড় যাচ্ছিল। সন ২০২০ এর ৮ ই আগস্ট, সেই সময়ে পরীর রূপে এলো একটা মিষ্টি মেয়ে তার জীবনে। মেয়েটা খুব ভালো। দেখতে খুব মিষ্টি খুব কিউট, খুব সুন্দর। তার মত ছিল সেও খুব শান্ত নম্র ভদ্র স্বভাবের। ছেলেটার যেমন বেশি বন্ধু ছিল না জীবনে, তার জীবনেও অনেক কম বন্ধু ছিল। মেয়েটার একটা মিষ্টি বোন👱‍♀️ ছিল।প্রথমে যখন ওর সাথে দেখা হয় আমাদের popular social media Facebook এর through তে, তখন ছেলে টা পুরো কনফিউজড 🤔 তার ছবি গুলোতে যখন দুই বোন কে একসাথে দেখে তো। বুঝতে পারে না, কোন্ টা সে। রোজ তার ছবি দেখত, আর ভাবত এখানে তার মিষ্টি বন্ধু কোন্ টা।  যখন থেকে তার সাথে ফোন এ কথা বলা শুরু হয়, তখন সেই মেয়েটা বলে দেয় এটা আমি আর এটা তার বুনু(বোন)। খুব কম সময়ের মধ্যে ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় বেস্ট ফ্রেন্ড এর মত। মেয়েটা খুব career oriented ছিল।সারা দিন পড়াশুনো তে ব্যস্ত থাকতো।তার স্বপ্ন BDO 👩‍✈️ (Block Development Officer) হওয়া। সে সারা দিন বাড়িতে থাকতো, বাড়ির সামনে এক জায়...
Recent posts